মান্দা (নওগাঁ) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রাকিবকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের শোকজ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রার্থী আব্দুর রাকিব তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করে মিউজিক সংযুক্ত ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’ শীর্ষক একটি প্রচারণামূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। এ কর্মকাণ্ডকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
বুধবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত শোকজ নোটিশ জারি করা হয়। নোটিশে স্বাক্ষর করেন সিভিল জজ আদালতের বিচারক মো. শিমুল সরকার।
শোকজ নোটিশে বলা হয়েছে, উত্থাপিত অভিযোগের বিষয়ে কেন নির্বাচন কমিশনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন প্রেরণ করা হবে না কিংবা অপরাধ আমলে গ্রহণপূর্বক বিচারকার্য সম্পন্ন করা হবে না—সে বিষয়ে আগামী ২৬ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে সিভিল জজ আদালত, আত্রাই, নওগাঁ কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দিতে হবে।
নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে।

