Nabadhara
ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কার্বনমুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে কুয়াকাটায় মানববন্ধন ও সৈকত পরিষ্কার অভিযান

আমতলী (বরগুনা) প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

কার্বনমুক্ত বাংলাদেশ গঠন এবং কার্বন নিঃসরণকারী দেশের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে কুয়াকাটায় মানববন্ধন ও সৈকত পরিষ্কার অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতে সকাল ১১টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, উপকূলীয় পরিবেশ সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এতে উপস্থিত ছিলেন এনএসএস নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা, কমিটির কোষাধ্যক্ষ খায়রুল বাশার বুলবুল, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি বায়েজিদ বোস্তামী, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিভুদান বিশ্বাসসহ উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ‘উপরা’, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠন ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

মানববন্ধনের পরে এনএসএস-এর উদ্যোগে সৈকত পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়। এক কিলোমিটার এলাকা জুড়ে প্রায় দুই শতাধিক প্রতিনিধি, পর্যটক ও স্থানীয় স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

শাহাবুদ্দিন পাননা বলেন, “উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকূল টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।”

কেয়ার বাংলাদেশ প্রতিনিধি বায়েজিদ বোস্তামী যোগ করেন, “জলবায়ু পরিবর্তন এখন বর্তমান বাস্তবতা। দরিদ্র উপকূলীয় জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাই তাদের প্রশিক্ষণ এবং সরকারের, উন্নয়ন সংস্থা ও কমিউনিটির সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।