হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের বিএনপি নেতা ফজলুল আজীম ও তানবীর রাজীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, তাদের দুজনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গত রাত থেকে বৃহস্পতিবার(২২ জানুয়ারি) সকাল পর্যন্ত হাতিয়ার প্রত্যন্ত এলাকায় ভোটারদের মাঝে মিশ্র মতামত লক্ষ্য করা গেছে।
এর আগে গতকাল সন্ধ্যায় গতকাল সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে তাদেরকে বহিষ্কারের এ নোটিশ জারি করেন।
জানা যায়, সাম্প্রতিক সময়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্রভাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েন ফজলুল আজীম ও তানবীর উদ্দিন রাজীব। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে এলে তদন্ত ও পর্যালোচনার পর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপি সর্বদা আপসহীন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী দলীয় নীতি ও আদর্শের বাইরে গিয়ে কর্মকাণ্ড করলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এটাই দলের নীতিগত অবস্থান।
এ বিষয়ে স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, বহিষ্কারের ফলে দল আরও সুসংগঠিত হবে এবং মাঠপর্যায়ে বিভ্রান্তি দূর হবে। তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি এখন শৃঙ্খলা ও ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
বহিষ্কারের বিষয়ে দুই নেতার অভিমত জানার চেষ্টা করা হলেও তাঁদের কেউ মোবাইল ফোন রিসীভ করেননি।

