সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন নির্বাচনী প্রচার–প্রচারণা জোরদার করেছেন। প্রচারণার দ্বিতীয় দিনে বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগকালে ট্রাক প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে এইচ এম ফারদিন ইয়ামিন বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে কথা বলছে। গণঅধিকার পরিষদ সেই জনগণের কণ্ঠস্বর হয়ে রাজনীতিতে এসেছে। আমরা ক্ষমতার রাজনীতি নয়, অধিকার ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি। তিনি আরও বলেন, বাবুগঞ্জ–মুলাদীর মানুষ উন্নয়নের নামে শুধু আশ্বাস পেয়েছে, বাস্তব পরিবর্তন পায়নি। নির্বাচিত হলে এ এলাকার মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, নদী ভাঙ্গন প্রতিরোধ, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে কাজ করব।
ফারদিন ইয়ামিন বলেন, ট্রাক প্রতীক সাধারণ মানুষের প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে আপনারা দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনগণের সংসদ গঠনে ভূমিকা রাখতে পারেন। তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, আপনাদের একটি ভোটই পারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর ন্যায়ের পক্ষে শক্ত অবস্থান তৈরি করতে।
গণসংযোগকালে গণঅধিকার পরিষদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দলের বার্তা তুলে ধরেন এইচ এম ফারদিন ইয়ামিন। নেতাকর্মীরা জানান, রহমতপুর এলাকায় ট্রাক প্রতীকের পক্ষে সাধারণ মানুষের আগ্রহ ও সাড়া লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন ধারাবাহিকভাবে বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

