ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চুরি করতে এসে চিনে ফেলায় এক গৃহিনীকে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত গৃহিনীর নাম মোমেনা বেগম (৪২)। বুধবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার বাহিরদিয়া–মানসা ইউনিয়নের মধ্য বাহিরদিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোমেনা বেগম ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল খাঁনের স্ত্রী এবং স্থানীয় ইউপি সদস্য খান জাহিদ হাসানের মেঝ ভাবি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বিল্লাল খাঁন মানসা বাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে ঘরে প্রবেশ করে স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার সময় বাড়িতে মোমেনা বেগম একাই ছিলেন।
খবর পেয়ে বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের মুখমণ্ডল ও কানের নিচে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা প্রথমে কিল-ঘুষি দিয়ে আঘাত করে পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। চোরকে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
নিহতের স্বামী বিল্লাল খাঁন জানান, হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা ঘর থেকে নগদ ২৩ হাজার টাকা, দুটি স্বর্ণের রুলি ও এক জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে পালিয়ে গেছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

