মুন্সিগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-২ (টংগীবাড়ি-লৌহজং) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কে. এম. বিল্লাল হোসাইন নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন।
পীর সাহেব চরমোনাই মনোনীত এই প্রার্থী বুধবার সকাল ১০টায় লৌহজং উপজেলার মালিরঅংক বাজার থেকে পথসভা ও গণসংযোগ শুরু করেন।
তিনি হাতপাখা প্রতীকে ভোট চেয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ঘোড়দৌড় বাজারে গিয়ে প্রচারণা শেষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম খান, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাফেজ মনসুর আহমেদ মুসা, সেক্রেটারি ও সমন্বয়কারী মোঃ আল-আমিন বেপারী, দ্বীনি সংগঠন শাখার প্রতিনিধি মুফতি আসাদুজ্জামান বিক্রমপুরসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ ভোটারদের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শ তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ-২ আসনে আলহাজ্ব কে. এম. বিল্লাল হোসাইনকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

