Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবালের কলস মার্কার নির্বাচনী প্রচার মিছিলে মানুষের ঢল

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 
জানুয়ারি ২২, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর-৫ (মনিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মনিরামপুর উত্তর মাথা গোহাটা থেকে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবালের কলস মার্কার নির্বাচনী প্রচারণার গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। শহীদ ইকবালের গণমিছিল ও পথসভাকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগেই পৌর শহরের মেইন সড়ক ও হলি গলিতে মানুষের ঢল নামে। মেইন সড়কসহ আশপাশের এলাকায় অবস্থান নেন বিএনপির হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক।

মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা গণমিছিলস্থলে জড়ো হতে থাকেন। বিকাল গড়াতেই পৌর শহর লোকে লোকারণ্য হয়ে ওঠে। নেতা-কর্মীদের হাতে কলস প্রতীক ও শহীদ ইকবালের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়। পুরো শহরজুড়ে ‘কলস’ ও ‘শহীদ ইকবাল’ স্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি হয়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪টায় নির্বাচনী গণমিছিল শুরুর মধ্য দিয়ে উপজেলাজুড়ে স্বতন্ত্র প্রার্থীর কলস প্রতীকের নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এই গণমিছিলকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

গণমিছিল শেষে আয়োজিত পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যশোর-৫ (মনিরামপুর) আসনের কলস মার্কার স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।