দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমীর হামজা বলেছেন, ন্যায় বিচার এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হলে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।
আমাদের সামনে এ দেশে অন্য কোনো দলকে আমরা দেখতে পাই না। তিনি বলেন, বিভিন্ন মসজিদের কিছু ইমামকে এখন বলতে শুনছি, তারা আল্লাহর আইন চান না। এ কারণে তাদের মধ্য থেকেই একটি দল বের হয়ে গেছে। যারা আল্লাহর আইন চান, তারা অনৈসলামিক-এমন কথা বলা কিভাবে সম্ভব? এসব কথা জনগণকে শিখিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু জনগণ সচেতন হওয়ায় এগুলো আর বিশ্বাস করে না।
আজ বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা ঝাউদিয়া স্কুল মাঠে জামায়াতে ইসলামের ইসলামী বিশ্ববিদ্যালয় থানা শাখা আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি আমীর হামজা বলেন, জনগণের ভোটে আমরা ক্ষমতায় যেতে পারলে রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করবো। দল-মত নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, বর্তমানে তিনি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এ দেশে বহু মানুষ নিরাপদ নয়। আমরা চাই, এ দেশে যেখানে-সেখানে সবাই যেন নিরাপদে থাকতে পারে। তাই দাঁড়িপাল্লায় ভোট দিলে আমরা নিরাপত্তা নিশ্চিত করবো।
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে এবং তাদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরদিন থেকেই সমাজে চাঁদাবাজি থাকবে না এবং দখলবাজি বন্ধ করা হবে।
নির্বাচনী সমাবেশে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা জামায়াতের আমির মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন। বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুর গফুর, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সুজা উদ্দিন জোয়াদ্দার সহ জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

