Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার যুবদল নেতা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতারের পর দল থেকে বহিষ্কার হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহিদুল ইসলাম। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জিড়ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মু্সীগঞ্জের শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম রবিনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ শে জানুয়ারি) কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বহিস্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা বলে উল্লেখ করা হয়েছে। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নিৰ্দেশনা প্রদান করা হয়েছে।

আরও বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রী় নির্বাহী কিমিটির সভাপিত আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

উল্লেখ্য, এর আগে শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহিদুল ইসলাম রবিনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দিবাগত ভোর রাতে তাকে শ্রীনগর জমজম টাওয়ারের পেছন থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ছিনতাই হওয়া একটি নেভী ব্লু রংয়ের পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।