Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইয়ের অভিযোগের জেরে গৌরনদীতে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

‎ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়ায় গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিনিধি সোলায়মান তুহিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ‎

সাংবাদিক সোলায়মান তুহিন অভিযোগ করে বলেন, বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে উত্তর পালরদী এলাকার দাওয়াত খাওয়া শেষে মোটরসাইকেলে করে বাসয় ফিরছিলেন।

পথিমধ্যে পৌর এলাকার লাখেরাজকসবা (কাসারু বাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ইমরান মোল্লা (৩৫), কামাল সরদার (৩৫) ও রাশেদ (৩৬)-এর নেতৃত্বে অজ্ঞাত আর ও ২ থেকে ৩ জন তাদের গতিরোধ করে। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করে এবং তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়।

‎এ ঘটনায় ওই রাতেই মো. মিজানুর রহমান (নিজাম) বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

‎থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ইমরান মোল্লা, কামাল সরদার ও রাশেদের নেতৃত্বে অজ্ঞাত ১০ থেকে ১৫ জন মদিনাস্ট্যান্ড এলাকায় অবস্থিত আমার (সোলায়মান তুহিনের) ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা দোকানের আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। ‎ঘটনার পরপর গৌরনদী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। ‎

অভিযোগের বিষয় মো. ইমরান মোল্লার মুঠো ফোনে একাধিক বার ফোন দিলে তিনি রিছিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

‎এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, সোলায়মান তুহিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।