Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান এস এম জিলানীর

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকার উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জনগণের একজন সৎ ও যোগ্য প্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি ) কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের পাল বাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, প্রতি পাঁচ বছর পরপর ভোট দেওয়ার সুযোগ আসে। আশা করি আপনারা সেই সুযোগ কাজে লাগাবেন। ভোট দিয়ে এমন একজন প্রতিনিধি নির্বাচন করবেন, যিনি সংসদে গিয়ে আপনাদের কথা বলবেন, এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন এবং আপনাদের ছেলে-মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়গুলো তুলে ধরবেন। এজন্য সংসদে একজন সৎ ও যোগ্য মানুষকে পাঠানো জরুরি।

তিনি আরও বলেন, আপনারা যদি ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দেন, তাহলে একটি চক্র ভোট কেটে সিল মেরে আপনাদের ভোট দিয়ে দেবে। এভাবে নির্বাচিত এমপি জনগণের দুঃখ-কষ্ট বুঝবে না এবং তার কোনো জবাবদিহিতাও থাকবে না। তাই আমি আপনাদের কাছে একবার সুযোগ চাই। নির্বাচিত হতে পারলে সুখে-দুঃখে আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

এ সময় কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।