মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি)বেলা ১১টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, সরকারি উচ্চ বালক বিদ্যালয়, মেহেরপুর সরকারি মহিলা কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়।
“আরো আলো, আরো আলো—এই নয়নে প্রভু ঢালো”—এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে শিক্ষার্থীরা বাণী অর্চনায় অংশ নেন। পূজা উপলক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষাঙ্গনগুলোতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনা পর্বে বক্তারা বলেন, ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তালপাতার তাড়ি ও দোয়াত-কলম রেখে পূজা করার প্রথা প্রচলিত ছিল, যা গ্রামাঞ্চলে বিংশ শতাব্দীতেও অনুসৃত হয়েছে। তাঁরা আরও বলেন, ‘সরস্বতী’ শব্দের অর্থ জনবতী বা নদী। অনেক পণ্ডিতের মতে, দেবী সরস্বতী প্রথমে নদী হিসেবে পরিচিত ছিলেন, পরবর্তীতে তিনি জ্ঞান ও চেতনার দেবী হিসেবে পূজিত হন। মাঘ মাসের পঞ্চমী তিথিতে তাঁর পূজা অনুষ্ঠিত হয়, যা বসন্তপঞ্চমী বা শ্রীপঞ্চমী নামেও পরিচিত।
মেহেরপুর সরকারি মহিলা কলেজে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সরস্বতী পূজার উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন। এ সময় আরও বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রুপালি বিশ্বাস, শিক্ষার্থী পল্লবী কুন্ডু, ঐতিহ্য সাকারি ও অনিন্দিতা সরকার।
দিনব্যাপী পূজা, অর্চনা ও সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

