ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে তিনি বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
গণসংযোগকালে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আল্লামা জুনায়েদ আল হাবিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, জনগণের ভোট ও দোয়ার মাধ্যমেই তিনি নির্বাচনে বিজয়ী হতে আশাবাদী।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্টাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি আল্লামা জুনায়েদ আল হাবিবকে জনসমক্ষে পরিচয় করিয়ে দেন এবং খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

