শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
পুরোহিতের মন্ত্রপাঠ, ঢাকের বাদ্য, কাঁসর ও ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে চিতলমারীতে উৎসবমুখর পরিবেশে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলে নানা আনুষ্ঠানিকতা।
সনাতন ধর্মাবলম্বীরা শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। বাড়িতে বাড়িতেও চলে বিদ্যাদেবীর আরাধনা। ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পূজামণ্ডপ।
সনাতন ধর্মীয় বিশ্বাস মতে, জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী। তিনি আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতিবছর ভক্তদের মাঝে আবির্ভূত হন। প্রতিবছর মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে ভক্তরা সরস্বতীর আরাধনা করে থাকেন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী রাজহাঁসের পিঠে চড়ে তাঁর অনুসারীদের মধ্যে বিদ্যা, বাণী ও সুর প্রদান করতে পৃথিবীতে আগমন করেন। এ কারণে সকালে ধূপ-প্রদীপ জ্বেলে প্রতিমা স্থাপন করে ফুল দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজ, চিতলমারী ডিগ্রি মহিলা মহাবিদ্যালয়, কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি কলেজ, চরবানিয়ারী মাধ্যমিক বিদ্যালয়, বাহির দশমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চরবড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ত্রি-পল্লী মাধ্যমিক বিদ্যালয়, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়, কলশিরা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়।
এদিন পুরোহিতের কোলে বসে শিশুরা জীবনের প্রথম অক্ষর লেখার পাঠ গ্রহণ করে।

