Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

উৎসবমুখর পরিবেশে চিতলমারীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
জানুয়ারি ২৩, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

পুরোহিতের মন্ত্রপাঠ, ঢাকের বাদ্য, কাঁসর ও ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে চিতলমারীতে উৎসবমুখর পরিবেশে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলে নানা আনুষ্ঠানিকতা।

সনাতন ধর্মাবলম্বীরা শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। বাড়িতে বাড়িতেও চলে বিদ্যাদেবীর আরাধনা। ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পূজামণ্ডপ।

সনাতন ধর্মীয় বিশ্বাস মতে, জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী। তিনি আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতিবছর ভক্তদের মাঝে আবির্ভূত হন। প্রতিবছর মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে ভক্তরা সরস্বতীর আরাধনা করে থাকেন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী রাজহাঁসের পিঠে চড়ে তাঁর অনুসারীদের মধ্যে বিদ্যা, বাণী ও সুর প্রদান করতে পৃথিবীতে আগমন করেন। এ কারণে সকালে ধূপ-প্রদীপ জ্বেলে প্রতিমা স্থাপন করে ফুল দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজ, চিতলমারী ডিগ্রি মহিলা মহাবিদ্যালয়, কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি কলেজ, চরবানিয়ারী মাধ্যমিক বিদ্যালয়, বাহির দশমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চরবড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ত্রি-পল্লী মাধ্যমিক বিদ্যালয়, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়, কলশিরা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়।

এদিন পুরোহিতের কোলে বসে শিশুরা জীবনের প্রথম অক্ষর লেখার পাঠ গ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।