Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরালের পুনর্নির্মাণ কাজ শুরু

নরসিংদী প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরালের পুনর্নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা–সিলেট মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের স্বার্থে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ম্যুরালটি সাময়িকভাবে অপসারণ করে। এতে বীরশ্রেষ্ঠের প্রতি কোনো ধরনের অসম্মান বা অবহেলার বিষয় নেই। পূর্বের নকশা ও কাঠামো অনুসরণ করে ম্যুরালটি পুনরায় নির্মাণ করা হবে এবং আগের তুলনায় আরও বড় আকারে স্থাপন করা হবে, যাতে দূর থেকেও এটি স্পষ্টভাবে দেখা যায়।

পুনর্নির্মাণ কাজের উদ্বোধনকালে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ কাজ চলমান রয়েছে। প্রথমে ম্যুরালটি অক্ষত রেখেই উন্নয়ন কাজ করার চেষ্টা করা হয়েছিল। তবে ম্যুরালটি সড়কের মাঝামাঝি অবস্থানে পড়ায় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে সেটি সাময়িকভাবে অপসারণ করা হয়।

তিনি আরও বলেন, ম্যুরালটির পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগের নকশা অনুযায়ী নির্মাণ কাজ করা হবে। আগামী ২৬ মার্চের আগেই নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলায় মহাসড়কের পাশে নির্মিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরালটি সাময়িকভাবে অপসারণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।