Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে স্বরস্বতী পূজা উদযাপন

নওগাঁ প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে জ্ঞান, বিদ্যা ও বাণীর দেবী স্বরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে কলেজ চত্বরে শুরু হয় এ পূজার আনুষ্ঠানিক আয়োজন।

পূজা উপলক্ষে কলেজ প্রাঙ্গণ বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক সাজে সজ্জিত করা হয়। ধর্মীয় আচার-
অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী স্বরস্বতীর আরাধনা করা হয়।

দিনব্যাপী আয়োজনে কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বলেন, শিক্ষাঙ্গনে স্বরস্বতী পূজা জ্ঞানচর্চা, শৃঙ্খলা ও নৈতিকতার প্রতীক হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পূজা শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুরো আয়োজনজুড়ে কলেজ চত্বরে বিরাজ করে আনন্দ, ভক্তি ও উৎসবের আবহ।

রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ ব্যানার্জি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমাদের কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষনার্থীদের নিয়ে পূজা উৎযাপন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।