ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকেলে স্থানীয় একটি মিলনায়তনে এই সমাবেশ সম্পন্ন হয়।
আত্রাই উপজেলা জামায়াতের আমীর মোঃ আসাদুল্লাহ আল গালিব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার আদায় এবং দেশের ক্রান্তিলগ্নে দায়িত্বশীলদের সাহসিকতার সাথে কাজ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত হবে।
তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৈতিকতা ও সততার আদর্শে বলীয়ান হওয়ার আহ্বান জানিয়ে নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম। তিনি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে আমাদের প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব ইনশাল্লাহ।
সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার নায়েবে আমীর মো. ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হক সহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

