গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
তারেক জিয়ার সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন শ্লোগানকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে ধানের শীষ ও ফুটবল মার্কার সমর্থকদের মাঝে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
এ সময় উভয় দলের ৩ সমর্থক সামান্য আগত হন।
প্রত্যক্ষদশী, স্থানীয় লোকজন ও বাজারের ব্যবসায়ীরা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সরিকল বন্দরে ১২/১৪ জন সমর্থককে নিয়ে নির্বাচনী গণসংযোগে আসেন বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রার্থীবিএনপি থেকে বহিস্কৃত নেতা ইঞ্জিনিয়র আব্দুস সোবাহান।
ইঞ্জিনিয়ার সমর্থকরা বাজারে শ্লোগান দেন তারেক রহমানের সালাম নিন ফুটবল মার্কায় ভোট নিন।
এ সময় বরিশাল উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বিপ্লব হোসেন সহ কয়েকজন বিএনপির সমর্থক শোলাগানের প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বাকবিতান্ডার সৃষ্টি হয়।
এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিনজন আহত হন। বিপ্লব হোসেন অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী বহিস্কৃত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহাসের সমর্থকরা বাজারে এসে গন্ডগোল সৃষ্টিার লক্ষে উস্কানীমূলক শোলগিান দেন, আমরা প্রতিবাদ করলে অশ্লিীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে আমাদের সমর্থক মাসুদ হোসেনকে মারধর করে। তারা সব সৃষ্টির পায়তারা চালায় ।
এ অভিযোগ প্রত্যাখান করে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের সমর্থক ও পৌর যুবদলের সদস্য মোঃ আনিসুর রহমান ফকির বলেন, আমরা কোন শ্লোগান দেইনি। অহেতুক আমাদের দুজনকে মারধর করেছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিখ হাসান রাসেল বলেন, উত্তেজনাপূর্ন শ্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ন্ত্রন করেছে।

