Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে অনুমোদন পেল প্রায় ১৮ হাজার পোস্টাল ভোটার

ফরিদপুর প্রতিনিধি 
জানুয়ারি ২৪, ২০২৬ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে প্রায় ১৮ হাজার পোস্টাল ভোটারকে ভোটাধিকার প্রয়োগের অনুমোদন দেয়া হয়েছে বা বৈধভাবে নিবন্ধিত হয়েছে বলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা রির্টার্নিং অফিসার এর কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ৪ টি আসনের পোস্টাল ব্যালট বাক্সগুলো তালাবদ্ধ করা হয়। পরে এ তথ্য সাংবাদিকদের জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস।

তিনি জানান, জেলার চারটি আসন থেকে ১৮ হাজার ১০৮জন রেজিষ্ট্রেশন করেন, যারমধ্যে ১০৮টি রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হয় এবং ১৭ হাজার ৯৮৮জন পোস্টাল ভোটারের অনুমোদন দেয়া হয়। এরমধ্যে অনুমোদিত পুরুষ ভোটার রয়েছে ১৬ হাজার ১১৯ ও নারী ভোটার রয়েছে এক হাজার ৯৭৭টি। এছাড়া ফরিদপুর-১ আসনে মোট ভোটার রয়েছে ৪ হাজার ৮৬১, ফরিদপুর-২ আসনে ৩ হাজার ৫৫১, ফরিদপুর-৩ আসনে ৩ হাজার ৮৪৫ ও ফরিদপুর-৪ আসনে ৫ হাজার ৭৩১টি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪ টায় জাতীয় নির্বাচনের ভোট গ্রহন শেষে প্রার্থীদের এজেন্টদের সামনে খোলা হবে ব্যালটবাক্সগুলো। তালবদ্ধকরনের সময়ে প্রার্থীদের প্রতিনিধিগন ওয়ানটাইম লক ও বক্সগুলোর নম্বর তুলে নিয়েছেন। বক্সগুলো খোলার সময় প্রতিনিধিদের সামনেই এই নম্বর গুলো মিলিয়ে নিয়া হবে।’

এসময় জেলা সিনিয়ার নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাগন ও নির্বাচন অফিসের কর্মকর্তাগন, ফরিদপুর ৪ টি আসনের প্রার্থীদের প্রতিনিধি ও গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।