Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর-৩ আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী সাদিকুর রহমান শুভ বহিষ্কার

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামালপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির বলেন, “সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

এদিকে বহিষ্কার প্রসঙ্গে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, তিনি এখনো আনুষ্ঠানিক কোনো বহিষ্কারের চিঠি পাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি দেখেছেন উল্লেখ করে তিনি বলেন, “আমি নির্বাচন চালিয়ে যাবো। আশা করি ভোটে বিজয়ী হলে দল আমাকে আবার ফিরিয়ে নেবে।”

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ আসনে বিএনপির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন না পেলেও সাদিকুর রহমান সিদ্দিকী শুভ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কাপ-পিরিচ’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।