স্টাফ রিপোর্টার,চিতলমারী
চিতলমারীতে চলন্ত অবস্থায় স্ট্রোক করে মোটরসাইকেল চালক ও সবজি ব্যবসায়ী নুরু মিয়া শেখের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩জানুয়ারি) বিকেল ৪টার দিকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরু মিয়া শেখ (৪০) উপজেলার আড়–য়াবর্ণি গ্রামের মরহুম মাওলানা কাওছার আলী শেখের ছেলে। তিনি চিতলমারী বাজারে সবজি ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে নুরু মিয়া চিতলমারী বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুক্ষণ পর তিনি মারা যান।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাণী খানম নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসায়ী নুরু মিয়া শেখ স্ট্রোক করে মোটরসাইকেল থেকে পড়ে যান। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার পর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

