Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ক্ষমতায় আসার ওপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে—আব্দুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার ওপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শনিবার দুপুরে ফেনী সদর উপজেলার চরদরবেশ ইউনিয়নের কারামতিয়া বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, “আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাদের ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। ভোটের দিন প্রতিপক্ষ যেন কোনো অন্যায় প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। ভোট দেওয়ার পরেও কেন্দ্রের আশপাশে অবস্থান করতে হবে এবং গণনা শেষে ফলাফলের স্লিপ না পাওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আপনারা যদি আমাকে ভোট দিয়ে সহযোগিতা করেন এবং আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, তাহলে এই দুই উপজেলার উন্নয়নে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকবে না। নদীভাঙন এ অঞ্চলের প্রধান সমস্যা—এটি প্রতিরোধে কার্যকর ও টেকসই সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ চেয়ারম্যান, আমিন উদ্দিন দোলন চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, সদস্য সচিব ইমাম হোসেন প্রবির, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন মিসকিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহাগ নূরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পথসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।