Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ আটক ১

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
জানুয়ারি ২৪, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জানুয়ারি) ভোরে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলার দৌলতখানের ডালি বাড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ২১৩ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও ৩৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ সময় মাদক বহন ও কারবারের অভিযোগে মো. ছেন্টু (৬৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দৌলতখান উপজেলার সৈয়দপুর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আবুল কাসেমের ছেলে।

আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম (বিএন) জানান, মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ড রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।