কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর-৩ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, “এই পুরো বাংলাদেশকে পরিবার মনে করতে হবে, পুরো সমাজকে পরিবারের মতো ভাবতে হবে। একজন ডাক্তার যেমন রোগীর সেবা করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে, একজন রাজনৈতিক কর্মীও তেমনি সমাজের প্রত্যেক মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবে।”
শনিবার(২৪ জানুয়ারি )সন্ধ্যায় কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাহেবরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তাহের হাওলাদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজজুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য হুমায়ুন কবির শিপন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এ বি এম মাহমুদ আলম সরদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

