Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদীতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী পৌরসভায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ জানুয়ারি) মনোহরদী পৌরসভার ‘নিউ রিফাত স্টোর’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

জানা গেছে, মো. আসাদ নামের এক ক্রেতা শনিবার নিউ রিফাত স্টোরে গ্যাস সিলিন্ডার কিনতে গেলে দোকানদার সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্য দাবি করেন। বিষয়টি প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান।

অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত সাধারণ ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে ৯টি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বলেন, ক্রেতাদের জিম্মি করে কোনোভাবেই অতিরিক্ত মূল্য আদায় করতে দেওয়া হবে না। বাজার স্থিতিশীল রাখা ও ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।