নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী পৌরসভায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ জানুয়ারি) মনোহরদী পৌরসভার ‘নিউ রিফাত স্টোর’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।
জানা গেছে, মো. আসাদ নামের এক ক্রেতা শনিবার নিউ রিফাত স্টোরে গ্যাস সিলিন্ডার কিনতে গেলে দোকানদার সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্য দাবি করেন। বিষয়টি প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান।
অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত সাধারণ ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে ৯টি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বলেন, ক্রেতাদের জিম্মি করে কোনোভাবেই অতিরিক্ত মূল্য আদায় করতে দেওয়া হবে না। বাজার স্থিতিশীল রাখা ও ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

