Nabadhara
ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় সেনাসদস্য পরিচয়ে ওয়াকিটকি নিয়ে ঘোরাঘুরি, কিশোর আটক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে ওয়াকিটকি নিয়ে রাতের আঁধারে ঘোরাঘুরি করার সময় এক কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের দক্ষিণ পাড়া মুন্সীবাড়ি এলাকায়। আটক কিশোরের নাম রাহাত চৌধুরী (১৮)। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকূল গ্রামের দেলোয়ার চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি গোপালগঞ্জ সদর উপজেলার মৌলভীপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে পকেটে একটি ওয়াকিটকি নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল রাহাত। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সেনাবাহিনীর সদস্য দাবি করেন এবং গোপন গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত আছেন বলে জানান। তবে কোনো ধরনের বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয়রা বিষয়টি টুঙ্গিপাড়া থানায় জানায়।

খবর পেয়ে টুঙ্গিপাড়া ক্যাম্পের সেনাবাহিনী ও থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ওই কিশোরকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহাত দাবি করেছে সে বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিল এবং গোপালগঞ্জ শহরের একটি দোকানে কাজ করে। তবে সেনাসদস্য পরিচয় দিয়ে ঘোরাঘুরির অভিযোগে তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ওয়াকিটকিটি কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।