দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিভিন্ন প্রকার মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে এবং আটক হয়েছে একজন মাদক চোরাকারবারী। আজ রবিবার দুপুরে ১টার দিকে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর মাঠে রামকৃষ্ণপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল মদ উদ্ধার করে।
অপরদিকে একইদিন সন্ধ্যা পৌনে ৬টায় চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আলিম ডোবা নামক স্থানে চিলমারী বিওপির টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬০০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। এছাড়াও একইদিন দুপুর ১টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা মিরপুর নওদাপাড়া ব্রিজের কাছে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালায়।
অভিযানে বাংলাদেশী নাগরিক মো. জগলু (৫৬) কে ভারতীয় ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পাচারকাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়। আটক মাদক চোরাকারবারী দৌলতপুর উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত হাজুদ্দিন মন্ডলের ছেলে।
পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের সিজার মূল্য ২ লক্ষ ৫৯ হাজার ৫৩০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
পরে মামলা দায়ের করে আটক মাদক চোরাকারবারীসহ মাদকদ্রব্য ও মোটরসাইকেল মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয় মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে ও চোরাচালানী পণ্য কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

