ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে মানব পাচারের সন্দেহে গ্রেফতারকৃত নারী আসমাউল হুসনা কারাগারে রয়েছেন। উদ্ধার হওয়া শিশুটির পরিচয় এখনও মিলেছে না। আসমাউল হুসনা সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের জমাদ্দার বাড়ির আবদুর রবের কন্যা।
পুলিশ জানায়, গত ১৯ জানুয়ারি রাতে স্থানীয়রা মানব পাচারকারী সন্দেহে ওই নারীকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে শিশুটির পরিচয় জানতে চায়, কিন্তু আসমাউল হুসনা তা দিতে পারেননি। এ ঘটনায় সোনাগাজী মডেল থানার এএসআই প্রদীপ দে বাদী হয়ে মামলা দায়ের করেন।
ফেনী নারী ও শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) এন.এম. মোরশেদ খান শিশুটিকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া এবং হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়া শিশুটির অভিভাবকের সন্ধান পেতে তদন্তকারী কর্মকর্তাকে স্থানীয় সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ সহ সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সাইদ মিয়া জানান, শিশুটিকে তার অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ঘটনার সূত্র উদঘাটনসহ শিশুটির পরিবারের সন্ধান দ্রুত পাওয়া যাবে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, শিশুটি নোয়াখালী জেলার কোনো স্থান থেকে পাচারের উদ্দেশ্যে চুরি করা হয়েছে।

