Nabadhara
ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার–৪: ‘শাপলার কলি’ প্রতীকে প্রীতম দাসের জোরালো গণসংযোগ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছেন ১০ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী প্রীতম দাস। তাঁর প্রতীক ‘শাপলার কলি’ নিয়ে প্রীতম দাস জোরালো গণসংযোগ শুরু করেছেন, যা এলাকাজুড়ে ভোটারদের মধ্যে নতুন উৎসাহ ও আলোচনার সৃষ্টি করেছে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রীতম দাস কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের হাট–বাজার, পাড়া–মহল্লা এবং জনসমাগমস্থলে সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি উন্নয়ন, টেকসই গণতন্ত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন।

গণসংযোগকালে প্রীতম দাস বলেন, “কমলগঞ্জ–শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হলেও দীর্ঘদিন নানা সমস্যায় জর্জরিত। আমি চা শ্রমিক, খাসিয়া জনগোষ্ঠী, পর্যটন শিল্প, কর্মসংস্থান, রাস্তাঘাট উন্নয়ন, হাওড়–টিলা সংরক্ষণ এবং স্কুল–কলেজের মানোন্নয়নে কাজ করতে চাই। বেকার যুবকদের কর্মসংস্থান ও শিক্ষিতদের চাকরির সুযোগ সৃষ্টি আমার অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং পর্যটন শিল্পকে বিকশিত করা আমার লক্ষ্য, যা অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাবে।”

এ গণসংযোগে এনসিপির জেলা যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। স্লোগান, পোস্টার ও লিফলেটে নির্বাচনী এলাকা মুখর হয়ে উঠেছে।

স্থানীয় ভোটারদের মতে, প্রীতম দাসের সরল জীবনযাপন, স্পষ্টবাদী অবস্থান এবং নতুন ধারার রাজনীতি তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে আশা জাগিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ক্রমবর্ধমান জনসম্পৃক্ততা ‘শাপলার কলি’ প্রতীকের গুরুত্ব নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

উন্নয়ন ও অধিকারের প্রশ্নে এই গণসংযোগ শেষ পর্যন্ত ব্যালট বাক্সে কতটা প্রভাব ফেলবে—এখন সেটিই দেখার অপেক্ষায় এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।