Nabadhara
ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কারাতে মৈত্রী টুর্নামেন্টে জামালপুরের খেলোয়াড়দের সাফল্য: ১৮ গোল্ডসহ ৪৭ পদক জয়

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

ঢাকায় পল্লীমা সংসদে দুই দিনব্যাপী (২৩ ও ২৪ জানুয়ারি) অনুষ্ঠিত কারাতে মৈত্রী টুর্নামেন্ট ২০২৬-এ জামালপুরের কারাতে খেলোয়াড়রা অসাধারণ সাফল্য অর্জন করেছে। ওজন ও বয়সভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে ছেলে ও মেয়ে খেলোয়াড়রা মোট ১৮টি গোল্ড, ১৪টি সিলভার ও ১৫টি ব্রোঞ্জ পদক জয় করে।

টুর্নামেন্টের প্রথম দিনে ১৬ জন মেয়ে খেলোয়াড় একক কাতা, দলগত কাতা ও কুমিতে অংশ নিয়ে ১০টি গোল্ড, ৯টি সিলভার ও ৯টি ব্রোঞ্জ পদক অর্জন করে। ৫–৮ বছর থেকে ১৪–১৫ বছর বয়সের মধ্যে বিভিন্ন খেলোয়াড় চমক দেখান। আফরা জাহান তানভী তিনটি ইভেন্টে পৃথকভাবে তিনটি গোল্ড জেতার মধ্য দিয়ে বিশেষ মনোগ্রাহী ভূমিকা রাখেন।

দ্বিতীয় দিনে ১২ জন ছেলে খেলোয়াড় অংশ নিয়ে ৮টি গোল্ড, ৫টি সিলভার ও ৬টি ব্রোঞ্জ পদক জয় করে। ৫–১৫ বছর বয়সী ক্যাটাগরিতে নাফিউ, সাদিন, আরিক জামানসহ কয়েকজন খেলোয়াড় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন।

দলগতভাবে সর্বোচ্চ পদক অর্জন করায় মার্শাল আর্ট ফাউন্ডেশন চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় সর্বোচ্চ পদক অর্জন করায় সোতোকান কারাতে বাংলাদেশ রানারআপ হয়। সমাপনী অনুষ্ঠানে পল্লীমা সংসদের সভাপতি আনিসুর রহমান লিটন, প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রাহমান ময়না, মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোর্শেদ ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আসমাউল আসিফ বিজয়ী খেলোয়াড়দের ট্রফি, মেডেল ও সার্টিফিকেট প্রদান করেন।

জামালপুরের কারাতে প্রশিক্ষক ফিরোজ আলম বলেন, “দীর্ঘদিন ধরে চলমান প্রশিক্ষণের ফলে খেলোয়াড়দের পরিশ্রম ও অভিভাবকদের সচেতনতার কারণে এই সাফল্য এসেছে। চর্চা অব্যাহত থাকলে খেলোয়াড়েরা আরও এগোবে।”

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আসমাউল আসিফ বলেন, “জামালপুরের খেলোয়াড়রা প্রথমবারের মতো এত বড় সাফল্য অর্জন করেছে। আগামীতে জেলা ক্রীড়া সংস্থা সরকারি ও বেসরকারি সহযোগিতায় আরও বড় টুর্নামেন্ট আয়োজন করবে।”

মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোর্শেদ বলেন, “দ্বিতীয়বারের মতো আয়োজন করা এই টুর্নামেন্ট কারাতের উন্নয়নে দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।