মোঃ রুহুল আমিন রাজু মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
গত ২৫ জানুয়ারি রবিবার ২০২৬ ইং তারিখে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে টনকি গ্রামের নিবার্চনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জামালপুর-৩ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী মেলান্দহ মাদারগঞ্জ বাসীর প্রিয় নেতা,মোস্তাফিজুর রহমান বাবুল এর সহধর্মিণী তুহিন আক্তার শিউলী।
এ সময় ছাড়াও উপস্থিত ছিলেন,২নং কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি, আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, কুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ১নং ওয়ার্ডের কেন্দ্র কমিটির সভাপতি মোঃ ইসমাইল হোসেন,সহসভাপতি আবু বক্কর, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।
এছাড়াও বিপুল সংখ্যাক মহিলা ভোটার উপস্থিত ছিলেন।

