Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস

মোছা:কাবা কাকলি,কবি নজরুল কলেজ প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোছা:কাবা কাকলি,কবি নজরুল কলেজ প্রতিনিধি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) উদ্যোগে দুইদিন ব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলেজের বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন দেশের বিভিন্ন খ্যাতিমান সাংবাদিকবৃন্দ।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে কলেজ অডিটোরিয়ামে এই সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভ।

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দের সঞ্চালনায় সাংবাদিকতায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন দেশের খ্যাতিমান সাংবাদিকরা।

সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন এখন টেলিভিশনের অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ মাহমুদ রাকিব, কালের কণ্ঠের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার ইখলাছুর রহমান, নাগরিক টিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ফয়সাল মোরশেদ, প্রথম আলোর জ্যেষ্ঠ ফটো সাংবাদিক দীপু মালাকার, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র ক্রাইম রিপোর্টার আলী আজম, সোনালী নিউজের বার্তা সম্পাদক সাজ্জাদ হোসাইন, ডেইলি সানের স্টাফ রিপোর্টার জায়েদ হোসেন মিশু, বাসস-এর নিজস্ব প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে কলেজ অডিটোরিয়ামে সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এ সময় সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। পাশাপাশি টেলিভিশন, মাল্টিমিডিয়া, প্রিন্ট/অনলাইন ও ফটোগ্রাফি এই চার ক্যাটাগরিতে কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পান দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি ও কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ, নবধারা ডট কমের ক্যাম্পাস প্রতিবেদক মোছা: কাবা কাকলি এবং দৈনিক সকালের ক্যাম্পাস প্রতিবেদক আমির হোসেন সবুজ।

টেলিভিশন ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পেয়েছেন বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার ও কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন এবং ডিবিসি নিউজের রিপোর্টার ও সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক পার্থ সাহা।

মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার অর্জন করেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার ও কলেজ সাংবাদিক সমিতির সদস্য আব্দুল হামিদ এবং রাজনীতি ডট কমের মাল্টিমিডিয়া রিপোর্টার ও সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রেজা। এছাড়া ফটোগ্রাফি ক্যাটাগরিতে পুরস্কার পান দৈনিক সময়ের আলোর প্রতিনিধি ও সাংবাদিক সমিতির পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং বাংলাদেশ শান্তি সংঘের সভাপতি মো. ইয়াসিন শেখ। এছাড়াও সমিতির প্রধান উপদেষ্টা আলী আজম, জায়েদ হোসেন মিশু ও সাজ্জাদ হোসাইনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, বাংলাদেশ শান্তি সংঘের সভাপতি মো. ইয়াসিন শেখ, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা আলী আজম, উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন। উপদেষ্টা ও সাবেক সভাপতি যায়েদ হোসেন মিশু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।