Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে চ্যানেল এস-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে দর্শকনন্দিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামিম জাহিদ তালুকদার, বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ব্যক্তিবর্গ এবং চৌহালী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল এস-এর চৌহালী উপজেলা প্রতিনিধি মো. ফরহাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌহালী উপজেলা প্রতিনিধি, বৈশাখী টেলিভিশনের রোকনুজ্জামান রকু।

আলোচনা সভায় বক্তারা চ্যানেল এস-এ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং বিগত বছরের কার্যক্রমের জন্য সন্তোষ প্রকাশ করে চ্যানেলটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।