Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ক্ষেত নষ্টের ‘শাস্তি’: ঘোড়াকে গাছে ঝুলিয়ে নৃশংস হত্যা, আটক ১

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি 
জানুয়ারি ২৬, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জ সদর উপজেলায় ফসলি জমি নষ্ট করার অভিযোগে একটি ঘোড়াকে গাছে ঝুলিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে এ অমানবিক ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে একটি ঘোড়া লালপুর গুচ্ছগ্রাম এলাকার একটি ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা ঘোড়াটির পা বেঁধে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। দীর্ঘ সময় ঝুলে থাকার পর ঘোড়াটি মারা যায়।

ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই ঘটনাটিকে ‘মধ্যযুগীয় বর্বরতা’ আখ্যা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার খবর পাওয়ার পর সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ (পিপিএম)-এর নির্দেশে সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার এসআই ফরিদ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং পশুটিকে নৃশংসভাবে হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে থানায় নিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই ফরিদ বলেন,“সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। পশুর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।”

এলাকাবাসীর অভিযোগ, অবলা প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফসল নষ্ট হলে তার আইনগত বা শান্তিপূর্ণ সমাধান থাকতে পারে, কিন্তু নির্মমভাবে প্রাণ হত্যা করা কখনোই কাম্য নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।