Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোটের মাঠে কাফনের কাপড়: ফরিদপুরে জাপা প্রার্থীর অভিনব প্রতিবাদ

ফরিদপুর প্রতিনিধি 
জানুয়ারি ২৬, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় বাধা, গালিগালাজ ও হুমকির অভিযোগ তুলে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মুফতি রায়হান জামিল।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় শতাধিক নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে কাফনের কাপড় পরে রাজপথে নামেন তিনি। এ অভিনব কর্মসূচি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিল অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার সময় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যেতে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাকে ও তার কর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদ জানানো এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তারা প্রতীকীভাবে কাফনের কাপড় পরে কর্মসূচি পালন করেন।

প্রতিবাদ সমাবেশে মুফতি রায়হান জামিল বলেন,“নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকি দেওয়া গণতন্ত্রের পরিপন্থী। এ ধরনের আচরণ সাধারণ জনগণের ভোটাধিকারকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে। আমরা শান্তিপূর্ণভাবে জনগণের কাছে যেতে চাই। প্রশাসন ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে মাঠছাড়া করা যাবে না। জনগণের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জালাল উদ্দিন বলেন,“এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ব্যতিক্রমী এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ভোটের মাঠে কাফনের কাপড় পরে প্রতিবাদ জানানোর ঘটনাকে অনেকে নির্বাচনী পরিবেশে চাপ ও অনিশ্চয়তার প্রতীক হিসেবে দেখছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।