দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যাপক প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে আজ সোমবার দুপুরে দক্ষিণাঞ্চলের প্রচারণা শুরু হয় কুষ্টিয়া জেলায় জনসভার মধ্যে দিয়ে। নির্বাচনী জনসভায় নিজেদের অবস্থান তুলে ধরেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।
দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন না করলে ভালো কিছু সম্ভব নয় জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, উন্নয়নের নামে ৫৪ বছর কমবেশি যারাই ক্ষমতায় গিয়েছেন, তারা সবাই একই কাজ করেছেন। একেবারে তছনছ করে দিয়েছে। আমার বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন না করলে ভালো কিছু সম্ভব নয়।
মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পরে আমরা অন্যায়ভাবে কারও বিরুদ্ধে একটি মামলাও করিনি। আমাদের দেওয়া ৮টি মামলায় একজন করে আসামি করা হয়েছে, কারণ দ্বিতীয় কোনো দোষী ব্যক্তিকে আমরা খুঁজে পাইনি।
অথচ কেউ কেউ হাজার হাজার মামলা দিয়ে ডায়লগ শুরু করেছে। নাম ঢুকে গেছে, এখন নাম তুলতে হলে মাল-পানি লাগবে, এভাবেই শুরু হয়েছে মামলা বাণিজ্য।
একটি দলের বিপক্ষে অভিযোগ তুলে জামায়াতের আমীর বলেন, বিভিন্ন জায়গায় দখলদারি ও চাঁদাবাজিতে নেমে পড়েছে কিছু লোক।
বিশেষ করে কুষ্টিয়ার চালকল ও পণ্যবাহী ট্রাক থেকে অবৈধ খাজনা আদায়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, চালের ট্রাকপ্রতি পাঁচ হাজার টাকা নেওয়ার খবর আমরা জানি। বিভিন্ন স্ট্যান্ড দখলের খেলা চলছে। যারা এসব করছেন, ফিরে আসুন। মানুষ আপনাদের ঘৃণা করে, অভিশাপ দেয়।
চাঁদাবাজদের উদ্দেশ্যে দরদী আহ্বান জানিয়ে জামায়াত আমীর শফিকুর রহমান বলেন, সত্যিই যদি সংসারের অভাব-অনটনের কারণে এসব করেন, তাহলে সরে আসুন। আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন, তা আমরা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে খেতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দেবেন না, চাঁদাবাজি করবেন না।
পণ্যমূল্য নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে চাঁদাবাজি ও সিন্ডিকেট নির্মূলের ওপর জোর দিয়ে তিনি বলেন, আমরা চাঁদাবাজদের বুক থেকে দূরে ঠেলে দেব না, বরং তাদের বুকে টেনে নিয়ে ভালো কোনো কাজে যুক্ত করবো।
কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থী আব্দুল গফুরের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, জাগপা’র মুখপাত্র রাশেদ প্রধান, কুষ্টিয়া- আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা, কুষ্টিয়া-১ আসনের এমপি প্রার্থী উপাধ্যক্ষ মো. বেলাল উদ্দিন ও কুষ্টিয়া-৪ আসনের এমপি প্রার্থী মো. আপজাল হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরে জামায়াতের আমীর ডা. মপিকুর রহমান প্রার্থীদের হাতে দাড়ি-পাল্লা প্রতীক তুলে দিয়ে আগামী ১২ ফেব্রুায়ারির নির্বাচনে তাদেরকে বিজয়ী করার আহ্বান জানান।

