Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা

আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি 
জানুয়ারি ২৬, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি 

আশাশুনিতে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১.৩০ টায় আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে সভার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। এতে ছিলেন অধ্যক্ষ মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান, অধ্যক্ষ ড. আবুল হাসান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম মুকুল, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া এবং প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল।

সভায় শিক্ষার মান বৃদ্ধিতে কার্যকর পরিকল্পনা গ্রহণ ও শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের মধ্য দিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে একাগ্রতার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।