আনিস সুমন (শ্যামনগর) সাতক্ষীরা প্রতিনিধি
আসন্ন সংসদ নির্বাচনে সাতক্ষীরা -৪ নির্বাচনীয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি এন পি) মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা ২৬ জানুয়ারি (সোমবার) বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন ১২ নং গাবুরা ইউনিয়নের লক্ষীখালী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্টিত হয়।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলমের সভাপতিত্বে নির্বাচনীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ নির্বাচনীয় এলাকায় বি এন পি মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ, সোলাইমান কবির,কেন্দীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক,এড আব্দুস সালাম।জনসভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম ।
এ সময়ে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বি এন পি, শ্যামনগর পৌর বি এন পির, শ্যামনগর উপজেলা ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার নেতৃবৃন্দ।
আগামী ১২ ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা -৪ আসন থেকে বি এন পি মনোনীত প্রার্থীকে বিপুল সংখ্যক ভোটে জয়ী করার আহবান জানান।

