মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা–খুলনা মহাসড়কে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের ধাক্কায় রকিত ফকির (৭৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার রাজপাট মরা খালের মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই ফকির নিজাম উদ্দিন জানান, ঢাকা–খুলনা মহাসড়ক থেকে মোটরসাইকেল যোগে গ্রামের সড়কে নামার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই রকিত ফকিরের মৃত্যু হয়। মোটরসাইকেল চালক অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, তাদের কাছে দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পৌঁছায়নি।
স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

