Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: নোয়াখালীতে নির্বাচন কমিশনার

নোয়াখালী প্রতিনিধি 
জানুয়ারি ২৭, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি 

দেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন—এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২৬ উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমধর্মী ও চ্যালেঞ্জিং। বিশেষ করে পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণ এ দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে ব্যাপক পর্যালোচনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এটি একটি জটিল ও প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া, যেখানে ওয়েব ও গ্লোবাল লজিস্টিকস ব্যবস্থার সমন্বয় রয়েছে।

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যালট সংরক্ষণ ও পরিবহনে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পোস্টাল ব্যালটে মোট ১১৯টি প্রতীক রয়েছে, যা অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় ভোটকেন্দ্র বা হলরুমে কোনো ধরনের কলম বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার শফিকুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী মোহাম্মদ আলী হায়দার, নোয়াখালী জেলা সমন্বয়ক নৌবাহিনীর কমান্ডার মাসুমুর হক, বাংলাদেশ কোস্টগার্ড হাতিয়া জোনের লেফটেন্যান্ট এম এ হোসেন, নোয়াখালী পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এছাড়াও সভায় বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচন কমিশনার আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।