Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় যৌথবাহিনীর অভিযানে ৪৬ হাজার জরিমানা, এক যাত্রীর কারাদণ্ড

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার (২৭ জানুয়ারি) যৌথবাহিনীর অভিযানে ৪৬ হাজার ১শ টাকা জরিমানা আদায় ও এক যাত্রীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলার চৌরঙ্গী মোড় এলাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে দুই শতাধিক যানবাহনে তল্লাশি চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার জানিয়েছেন, ফিটনেসবিহীন গাড়ি, হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে ১৫টি মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা নিয়ে মোট ৪৬ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে পিরোজপুর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশির সময় ইসমাইল হোসেন (২৮) নামের এক যাত্রীর ব্যাগে গাঁজা পাওয়া যায়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মহাসড়কে নিয়মিত তল্লাশি চালানো হবে এবং চালকদের হেলমেট ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে।

অভিযানে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন, এসআই শুকুর আলী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।