Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে শ্রমিক নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে মঙ্গলবার বিকেলে রেইন্টি গাছের ডাল কাটতে গিয়ে শ্রমিক মাখম হাওলাদার (২৮) গুরুতর আহত হয়ে মৃত্যু বরণ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পাতাকাটা গ্রামে।

জানা যায়, গ্রামীণ গাছ ব্যবসায়ী লিটন গাজী ওই গ্রামের অশোক সজ্জলের গাছ ক্রয় করেন এবং মাখম হাওলাদারকে গাছ কাটার কাজের জন্য পাঠান। মঙ্গলবার বিকেলে মাখম গাছের ডাল কাটতে ওঠার সময় ছিটকে নীচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, যেখানে চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

গাছ মালিক অশোক সজ্জন জানিয়েছেন, লিটন গাজীর কাছে গাছ বিক্রি করেছেন। গাছ ব্যবসায়ী লিটন গাজীও নিশ্চিত করেছেন যে, ডাল কাটার সময় মাখম হাওলাদার দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।