জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ ও শীতবস্ত্র বিতরণ, শিশু বিনোদন কেন্দ্র উদ্বোধন এবং নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে ও প্রতাপনগরে আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপকরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এএসপি (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাজারিন মিশন, ইএসডিও ও রূপান্তর এনজিও বিভিন্ন উপকরণ ও কম্বল বিতরণ করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন প্রতিবন্ধী অসহায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা আখতার অফিসার্স ক্লাবের সামনে শিশুদের জন্য “কচি কাঁচার মেলা” নামে বিনোদন কেন্দ্রের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুর পরিকল্পনা ও বাস্তবায়নে মেলায় শিশুদের জন্য বিভিন্ন খেলাধূলার ব্যবস্থা, স্লিপার ও দোলনা নির্মাণ করা হয়েছে। প্রধান অতিথি লাল ফিতা কেটে ও লাল কাপড় অপসারণ করে উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
অপরদিকে, প্রতাপনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

