Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মেধাতালিকায় সখীপুরের বায়েজিদ হাসান বিপ্লব

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের পোড়াবাসা ফকিরবাড়ির মেধাবী শিক্ষার্থী বায়েজিদ হাসান বিপ্লব দেশের শীর্ষ চারটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শীর্ষ দুটি সাধারণ বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় স্থান করে নিয়ে অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছে। একই সঙ্গে বাংলাদেশ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার মেধাতালিকাতেও রয়েছে তার নাম।

বায়েজিদ হাসান বিপ্লব খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)—এই চারটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি সে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায়ও স্থান পেয়েছে।

মেধাবী এই শিক্ষার্থী স্থানীয়ভাবে ‘বিপ্লব’ নামেই পরিচিত। তিনি কাকড়াজান ইউনিয়নের পোড়াবাসা ফকিরবাড়ির বাসিন্দা এবং পেশায় এআই টেকনেশিয়ান আ. রহিম ফকিরের ছেলে। বিপ্লব ঘাটাইল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

তার এই ব্যতিক্রমী সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও স্থানীয় শিক্ষানুরাগী মহলে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। অনেকেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।