Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ার সন্তান ডা. মো. আসাদুজ্জামান বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে গেজেটেড

কাঠালিয়া প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের কৃতী সন্তান ডা. মোহাম্মদ আসাদুজ্জামান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে গেজেটেড হয়েছেন।

ডা. মো. আসাদুজ্জামান শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর দেশি ও বিদেশি বিভিন্ন উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এফসিপিএস (মেডিসিন–গ্যাস্ট্রোএন্টারোলজি) কোর্সে এইচএমও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডা. মো: আসাদুজ্জামান চিংড়াখালী গ্রামের মোঃ মনিরুজ্জামান জুয়েল এর বড় সন্তান। তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন।

তার এ সাফল্যে চিংড়াখালীসহ কাঠালিয়া উপজেলার সাধারন মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তিনি ভবিষ্যতে অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।

ডা. মো: আসাদুজ্জামান বলেন– আমি নিজেকে আত্মমানবতার সেবায় নিয়োজিত রাখবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।