বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন তাঁর একমাত্র কন্যা হাবিবা কিবরিয়া।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনভর বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মোহনগঞ্জ বাজার, ময়দানের হাট, নমরহাট বাজার, উচাপুল, লাকুটিয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি তাঁর পিতার জন্য দোয়া কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসসহ বরিশাল জেলা, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পরে বিকেলে চাঁদপাশা ইউনিয়নের জুনিয়রদের হাট এলাকায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া।
এ সময় জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

