দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান, দৌলতপুর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. জিয়াউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুল আরেফিন, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ আবু সাইদ মো. আজমল হোসেন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন ও দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ রাজ্জাক।
সভা পরিচালনা করেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সুুষ্ঠভাবে সম্পন্ন করতে এবং দৌলতপুরের আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

