রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক ঐক্যের বার্তা নিয়ে ভোটের মাঠে সক্রিয় হয়েছেন খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
বুধবার (২৮ জানুয়ারি) তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের কোলা মন্দিরে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সভায় আজিজুল বারী হেলাল বলেন,“বাংলাদেশের শক্তি তার বৈচিত্র্য ও সম্প্রীতি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনার বিশ্বাস থেকেই বিএনপি রাজনীতি করে। জনগণের ভোটে নির্বাচিত হলে সকল সম্প্রদায়ের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে।”
মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতা খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, আব্দুস সালাম মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কওছার আলী, বিএনপি নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু, এফ এম হাবিবুর রহমান, মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মিল্টন মুন্সী, কালাম লস্কর, আবুল হোসেন বাবু, ইউসুফ শেখ, অ্যাডভোকেট শহীদুল ইসলাম, সাইফুল মোড়ল, জাহিদুল ইসলাম, ফেরদাউস মেম্বার ও সোহাগ মুন্সিসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজিজুল বারী হেলাল মধুপুর ইউনিয়নের কোলা বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন। পরে পারাহাজি গ্রামে নারীদের সঙ্গে পৃথক নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন তিনি। একই দিনে লস্করপুর ও মোকামপুর বাজারে আয়োজিত নির্বাচনী সমাবেশেও যোগ দেন ধানের শীষের এই প্রার্থী।
এছাড়াও তিনি আজগড়া ইউনিয়নের আজগড়া চেয়ারম্যানের বটতলায় আয়োজিত সনাতনী সম্প্রদায়ের কবিগান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, আজিজুল বারী হেলালের সরাসরি উপস্থিতি ও মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ নির্বাচনী মাঠে ইতিবাচক সাড়া ফেলেছে।
ভোটারদের মধ্যেও ধানের শীষ প্রতীক নিয়ে আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে বলে তারা মন্তব্য করেন।

