গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ গৌরনদী-আগৈলঝাড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন- অবিভক্ত বাংলার মহানায়ক মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলকে ঘিরে তার জন্মভূমিতে একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যা যোগেন্দ্রনাথ মন্ডলের আদর্শ, কর্মকান্ড ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যাবে।
দেশ বিদেশে গিয়ে গর্বের সাথে বলি যোগেন্দ্রনাথ মন্ডলের আমি উত্তরসূরী। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১২৬ তম জন্মজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।
বরিশালের গৌরনদী উপজেলায় অবিভক্ত বাংলার সমবায় ও ঋণদান মন্ত্রী, অবিভক্ত বাংলার আইন ও বিচার মন্ত্রী, পাক-ভরত কেন্দ্রীয় সরকারের আইন ও শ্রম মন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দিতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদের সভাপতি মন্টু লাল মন্ডলের সভাপতিত্বে এবং স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মনতোষ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবুল হোসেন মিয়া, জেলা বিএনপির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম কাজল।
সভার শুরুতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল এর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে স্মৃতিচারন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব চুন্নু সরদার, জেলা যুবদল নেতা তারিকুল ইসলাম কাফি, টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

