ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্রধারী যুবককে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মাহবুবুর রহমান সজীব (৩১)। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সেনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। খবর পেয়ে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালায়।
অভিযানকালে বাজার এলাকা ঘিরে ফেলে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কাছ থেকে অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। আটক সজীব ময়েনদিয়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে সেনা ক্যাম্প কর্তৃপক্ষ।
অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং অস্ত্রের উৎস ও এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা তদন্ত করছে।
সেনা সূত্র আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

